নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছে- আমাকে দোজখ দেখানো হইয়াছে। তখন আমি দেখিয়াছি .....++
ইবনে আব্বাস (রাঃ) হইতে বর্ণিত আছে যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম বলিয়াছে- আমাকে দোজখ দেখানো হইয়াছে। তখন আমি দেখিয়াছি -
দোজখীদের অধিকাংশ নারী। কারন তারা 'কুফরী' বেশি করিয়া থাকে। জিজ্ঞাসা করা
হইল, তারা কি আল্লাহর কুফরী করিয়া থাকে? নবী (সাঃ) উত্তরে বলিলেন, স্বামীর
কুফরী ( অর্থাৎ না- শোকরী ও নেমক-হারামী ) এবং এহসান ও উপকারের কুফরী করিয়া
থাকে। নারী জাতির স্বভাব এই যে, যদিও তুমি আজীবন তাহার প্রতি এহসান,
সদ্ব্যবহার উপকার কর, কিন্তু তোমার কোনও একটি ত্রুটির কারনে সে ( সব কিছু
ভুলিয়া গিয়া তোমার সকল উপকার অস্বীকার করতঃ ) বলিবে - আমি জীবনে কখনও তোমার
নিকট সদ্ব্যবহার পাইলাম না।
বোখারী শরীফ - ১ম খণ্ড - হাদিস নং -২৫
No comments