ঈমানের অনিবার্য দাবি দ্বীন মানা ও সমাজে এর প্রতিষ্ঠার জন্য লড়াই করা'''''''''''''''See More
'হে ইমানদার লোকেরা তোমরা রুকু কর , সিজদা কর, তোমাদের রবের ইবাদাত কর এবং নেক কাজ কর যাতে তোমরা সফলকাম হতে পার। তোমার আল্লাহর জন্য তার পথে জিহাদ কর যেমন জিহাদ করা উচিত। তিনি তো তোমাদেরকে এ কাজের জন্য মননীত করেছেন। আর দ্বীনের ব্যাপারে তোমাদের ওপর কোন সঙ্কীর্ণতা চাপিয়ে দেননি। তোমরা তোমাদের পিতা ইব্রাহীমের মিল্লাতের ওপর কায়েম থাক। আল্লাহ্ তোমাদের নাম মুসলমান রেখেছে পূর্বেও এবং এ কুরআনেও। যাতে করে এ রাসুল তোমাদের ওপর সাক্ষী হয় আর তোমরাও সাক্ষী হও মানবজাতির ওপর। অতএব তোমরা সালাত কায়েম কর, জাকাত দাও এবং আল্লাহ্কে শক্তভাবে ধারণ কর। তিনি তোমাদের মাওলা-মুনিব-মালিক। তিনি বড়ই উত্তম মাওলা, বড়ই উত্তম সাহায্যকারী ।
(সূরা হজ্জ, আয়াতঃ ৭৭-৭৮)
(সূরা হজ্জ, আয়াতঃ ৭৭-৭৮)
No comments