Breaking News

১৬ আগস্টের মধ্যে পোশাকশ্রমিকদের বোনাস দেয়ার নির্দেশ

ঈমানের অগ্নি পরীক্ষা (Faith -fire test)

যুগে যুগে যারাই আল্লাহ তা 'য়ালাকে মনে প্রানে প্রকৃত রব হিসেবে গ্রহণ করেছে, তাদেরকেই কঠিন বাধার সম্মুখীন হয়েছে। ঈমানের বলে বলীয়ান হয়ে যখন যারা আল্লাহ্‌ তা 'য়ালার দ্বীন কায়েমের আন্দোলনে শরীক হয়েছে তখন তাদেরকে জান-মাল , মান-সাম্মানের কুরবানি করতে হয়েছে। আর আল্লাহ  তা 'য়ালার ও ইচ্ছা তাঁর প্রকৃত বান্ধাদের কঠিন পরীক্ষার সম্মুখীন করে যাচাই -বাচাই করা। যারা এই কঠিন পরিক্ষায় উত্তরণ হবে , তাদেরকে আল্লাহ্‌ তা 'য়ালা পরকালের চূড়ান্ত সফলতার সুসংবাদ দান করেছেন।
হাদিসঃ
১। আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছুটা ভয় , ক্ষুধা , মাল ও জানের ক্ষতি ও ফল- ফসলের বিনষ্টের মাধ্যমে । তবে সুসংবাদ দাও সবরকারিদের , যখন তারা বিপদে পড়ে বলেঃ নিশ্চই আমরা আল্লাহ্‌র জন্য এবং আমরা সবাই তারই কাছে ফিরে যাব। ( সূরা আল-বাকারাঃ ১৫৫-১৫৬) ।

No comments

ঈমানের অগ্নি পরীক্ষা (Faith -fire test)

যুগে যুগে যারাই আল্লাহ তা 'য়ালাকে মনে প্রানে প্রকৃত রব হিসেবে গ্রহণ করেছে, তাদেরকেই কঠিন বাধার সম্মুখীন হয়েছে। ঈমানের বলে বলীয়ান হয়ে যখন যারা আল্লাহ্‌ তা 'য়ালার দ্বীন কায়েমের আন্দোলনে শরীক হয়েছে তখন তাদেরকে জান-মাল , মান-সাম্মানের কুরবানি করতে হয়েছে। আর আল্লাহ  তা 'য়ালার ও ইচ্ছা তাঁর প্রকৃত বান্ধাদের কঠিন পরীক্ষার সম্মুখীন করে যাচাই -বাচাই করা। যারা এই কঠিন পরিক্ষায় উত্তরণ হবে , তাদেরকে আল্লাহ্‌ তা 'য়ালা পরকালের চূড়ান্ত সফলতার সুসংবাদ দান করেছেন।
হাদিসঃ
১। আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছুটা ভয় , ক্ষুধা , মাল ও জানের ক্ষতি ও ফল- ফসলের বিনষ্টের মাধ্যমে । তবে সুসংবাদ দাও সবরকারিদের , যখন তারা বিপদে পড়ে বলেঃ নিশ্চই আমরা আল্লাহ্‌র জন্য এবং আমরা সবাই তারই কাছে ফিরে যাব। ( সূরা আল-বাকারাঃ ১৫৫-১৫৬) ।

No comments