পেরেছি কি স্বাধীন হতে?
স্বাধীনতার ৪৩
বছর শেষ হল কিন্তু প্রশ্ন হল কি পেলাম এতটা বছর কাটিয়ে? না! আমরা প্রকৃত স্বাধীনতা
অর্জন করতে পারি নাই। আমাদের সমাজ কে আমরা কিছুই দিতে পারি নি! পারিনি দুর্নীতি
মুক্ত সমাজ গঠন করতে! পারিনি সন্ত্রাস মুক্ত ক্যাম্পাস তৈরি করতে! তৈরি হয়নি
মানুষের ব্যক্তি স্বাধীনতা! এখনও পারিনি সুদ ঘুষ মুক্ত সমাজ গরতে! সৃষ্টি হয়নি
ন্যায় বিচার ব্যবস্থা! তাই বলা যায় প্রকৃতই আমরা স্বাধীনতা লাভ করতে পারিনি
স্বাধীনতা হয়েছে সুদু নাম মাত্র। আমরা স্বাধীন হব সেই দিন যখন সমাজে দুর্নীতি
থাকবে না, সন্ত্রাস থাকবে না , থাকবে মানুষের ব্যক্তি স্বাধীনতা। এসব কিছু তখনই প্রতিষ্ঠিত
যখন সমাজের তরুণেরা তাদের ন্যায়পরায়ণতা, নিষ্ঠা, সততা, মেধা শক্তি, বিবেক ইত্যাদির
প্রতিফিলত হবে।
No comments