Breaking News

১৬ আগস্টের মধ্যে পোশাকশ্রমিকদের বোনাস দেয়ার নির্দেশ

মৌখিক পরীক্ষায় সফল হবার উপায়


সরকারী - বেসরকারী চাকুরী কিংবা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় মৌখিক পরীক্ষা নিয়ে অনেকেই ভীষণ টেনশন করে থাকে । করাটাই স্বাভাবিক । আবার  অনেকেই তা নিয়ে চিন্তিত থাকে না । কারন, তাঁরা জানেন কি করে তাতে সফল হতে হয় । তবে অনেক সময় পরীক্ষার্থীগণ অনেক কিছু জেনেও ভয়ে সঠিক উত্তর দিতে ব্যর্থ হয় । তা কারো কাম্য নয় । এ বিষয়ে শিক্ষার্থীদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই ।

   • মৌখিক পরীক্ষা হল এমন একটি পর্যবেক্ষণ যার মাধ্যমে পরীক্ষা গ্রহনকারীগন একজন পরীক্ষার্থীর শুধু জ্ঞানের পরিধি জানতে চান তা কিন্তু নয় । বরং তাঁরা এটি নিশ্চিত হতে চান যে আপনি মানসিক ভাবে সুস্থ্য ও ভারসাম্য সম্পন্ন ব্যক্তি ।


  • পরীক্ষক জানতে চান আপনি কতটুকু উপস্থিত বুদ্ধি সম্পন্ন এবং কোন বিরুপ পরিস্থিতিতে আপনার সিদ্ধান্ত গ্রহনের সক্ষমতা কতটুকু । কারন, Managerial capacity একটি গুরুত্বপূর্ণ দক্ষতা একজন মানুষের । নেতৃত্ব তার চেয়েও বেশী গুরুত্বপূর্ণ ।
  • পরীক্ষার্থীর attitude, courtesy & manners , personality, এমন কি কথা বলার ভংগি , শুদ্ধ উচ্চারণ এসবও খেয়াল করেন পরীক্ষকবৃন্দ ।
  • অনেক সময় কয়েকজন প্রশ্নকর্তা এক সাথে প্রশ্ন করতে থাকেন । তার কারন হলো , তাঁরা দেখতে চান আপনি পরিস্থিতি কে সামলাতে সমর্থ্য কিনা । সে ক্ষেত্রে আপনি অস্থির হয়ে গেলে কিংবা ভীত হয়ে গেলে নাম্বার কমে যায় ।


  • সুন্দর , সাবলীল ও রুচিশীল পোষাক পরিধান করা জরুরী মৌখিক পরীক্ষা চলা কালে । কারন, পোষাক পরীক্ষার্থীর রুচি বোধ প্রকাশ করে .
  • অতিরন্জিত প্রসাধনীর ব্যবহার অনেক সময় বিরুপ প্রতিক্রিয়া ঘটায় পরীক্ষকদের মনে । সে জন্য মেয়েদের ক্ষেত্রে খুবই হাল্কা মেক আপ নেয়া উচিত ।
  • কাপড় , জুতা , চশমা , ঘড়ি এসব মার্জিত রং কিংবা ডিজাইনের হতে হবে । সিনেমা বা নাটকের শুটিং করার স্থান মৌখিক পরীক্ষা নয় এটি মনে রাখতে হবে ।
•••••••••••••••••••••••••

অনেকেই মৌখিক পরীক্ষার কক্ষে প্রবেশ করার সময় courtesy & manners মেনে চলেন না । কি করে সালাম দিতে হয় , permission নিয়ে চেয়ারে বসতে হয় তা জানেন না । বিনা অনুমতিতে আসন গ্রহণ মোটেও উচিত নয় ।

   • পরীক্ষক আপনার নাম ও পরিচয় জানেন । তারপরও তা আপনার মুখ থেকে শুনতে চান । তার কারন, তিনি বুঝতে চান আপনি কত সুন্দর করে আপনাকে উপস্থাপন করতে শিখেছেন ।
   • চারজন প্রশ্ন কর্তা থাকলে আপনার উচিত হবে সবাইকে সমান গুরুত্ব দিয়ে কথা বলা । যিনি প্রশ্ন করবেন তাঁর চোখে দৃষ্টি দিয়ে উত্তর দিতে হবে । এক সাথে দু’জন প্রশ্ন করলে দু’জনের দিকে দ্রুত তাকাতে হবে এবং smartly দুজনের প্রশ্নের জবাব সংক্ষিপ্ত আকারে দিতে হবে ।
  • অনেক সময় এমন সব প্রশ্নের মুখোমুখি আপনি হতে পারেন যা আপনাকে বিরক্ত বা রাগান্বিত করতে পারে । তখন আপনাকে ঠান্ডা মাথায় ধৈর্য্য ধরে হাল্কা হাসিমূখে সব সামলাতে হবে ।মনে করতে হবে আপনি ৩০ মিনিট জেলে বাস করছেন । তারপর মহামুক্তি এবং সফল নায়ক । সুতরাং হিসাব করে কথা বলুন এবং আপনি যে একজন অসাধারন ভদ্র ও মেধাবী মানুষ তা আপনার আচরনে প্রকাশ করুন । তবে কখনও এমন আচরন করবেন না বা ভাব দেখাবেন না যে , আপনি সব জান্তা পন্ডিত। বরং পরীক্ষকবৃন্দ কে বেশী জানার ক্রেডিট দিবেন আপনার সুব্যবহারের মাধ্যমে । তবে নম নম করার কোন প্রয়োজন নেই । তাতে আপনার ব্যক্তিত্ব সংকট দেখা দিবে ।
  •কোন প্রশ্নের সঠিক উত্তর জানা না থাকলে নার্ভাস হবেন না । মনে রাখবেন আমরা সবাই সব কিছু জানি না । জানা সম্ভব ও নয় ।আপনার পরীক্ষকগণও অনেক কিছু জানেন না যা হয়ত আপনি জানেন । না পারলে বানিয়ে বানিয়ে অনেকে ভুল উত্তর দিতে চেষ্টা করেন । তা করা মোটেও উচিত নয় । বরং বিনয়ের সাথে বলুন “ স্যার , আমি দু:খিত কারন, এ বিষয়টি আমি এখনও জানতে পারিনি । আমি অবশ্যই তা জেনে নিব ।”
  • অনেক সময় কেউ একটি প্রশ্নের উত্তর দিতে না পারলে তিনি এমন করে বলেন “স্যার আমি এ বিষয়ে খুব বেশী জানি না তবে যতটুকু অনুমান করি তা কি বলতে পারি ? “।  ...... তখন প্রশ্নকর্তা অনেক সময় আপনার কথা শোনার আগ্রহ প্রকাশ করেন । যদি তা ঘটে তাহলে আপনার ভাল জানা কোন বিষয় সুন্দর করে উপস্থাপন করুন ।
  • প্রশ্নের উত্তর সংক্ষিপ্ত  এবং to the point হতে হবে । অতিকথন অনেক পরীক্ষক পছন্দ করেন না । উত্তর দেবার সময় তোষামোদ করা একদম অনুচিত । কথা বলতে হবে সুন্দর করে ।Negative mentality যেন কোন ক্রমে প্রকাশ না পায় ।
  • বিসিএস viva এর সময় আপনাকে বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী ভাল করে জানতে হবে । দেশপ্রেম থাকতে হবে আপনার অন্তরে । confident থাকতে হবে কারন ,আপনি জীবনে অনেক কষ্ট করে অনেক কিছু শিখেছেন । আপনাকে কেউ হারিয়ে দিতে পারবে না ।
=============

পরিশেষে বলব আমি আমার জীবনে চাকুরীর জন্য ৫ বার মৌখিক পরীক্ষায় অংশ নিয়ে ৫ বারই চাকুরী পেয়েছি । ৪ টি চাকুরীতে যোগদান করেছিলাম । একটিতে যোগদান করিনি । তা ছিল ঢাকার তেজগাঁও কলেজে শিক্ষকতা । সেজন্য এখন আমি শিক্ষার্থীদের সাথে অনেক বেশী সময় কাটাই । ইচ্ছা করে এ দেশের লক্ষ লক্ষ ছাত্র-ছাত্রীদের অনেক কিছু জানিয়ে দিতে।
মৌখিক পরীক্ষায় সফল হবার উপায়:
=====================

     সরকারী - বেসরকারী চাকুরী কিংবা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় মৌখিক পরীক্ষা নিয়ে অনেকেই ভীষণ টেনশন করে থাকে । করাটাই স্বাভাবিক । আবার  অনেকেই তা নিয়ে চিন্তিত থাকে না । কারন, তাঁরা জানেন কি করে তাতে সফল হতে হয় । তবে অনেক সময় পরীক্ষার্থীগণ অনেক কিছু জেনেও ভয়ে সঠিক উত্তর দিতে ব্যর্থ হয় । তা কারো কাম্য নয় । এ বিষয়ে শিক্ষার্থীদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই ।

   • মৌখিক পরীক্ষা হল এমন একটি পর্যবেক্ষণ যার মাধ্যমে পরীক্ষা গ্রহনকারীগন একজন পরীক্ষার্থীর শুধু জ্ঞানের পরিধি জানতে চান তা কিন্তু নয় । বরং তাঁরা এটি নিশ্চিত হতে চান যে আপনি মানসিক ভাবে সুস্থ্য ও ভারসাম্য সম্পন্ন ব্যক্তি ।
  • পরীক্ষক জানতে চান আপনি কতটুকু উপস্থিত বুদ্ধি সম্পন্ন এবং কোন বিরুপ পরিস্থিতিতে আপনার সিদ্ধান্ত গ্রহনের সক্ষমতা কতটুকু । কারন, Managerial capacity একটি গুরুত্বপূর্ণ দক্ষতা একজন মানুষের । নেতৃত্ব তার চেয়েও বেশী গুরুত্বপূর্ণ ।
  • পরীক্ষার্থীর attitude, courtesy & manners , personality, এমন কি কথা বলার ভংগি , শুদ্ধ উচ্চারণ এসবও খেয়াল করেন পরীক্ষকবৃন্দ ।
  • অনেক সময় কয়েকজন প্রশ্নকর্তা এক সাথে প্রশ্ন করতে থাকেন । তার কারন হলো , তাঁরা দেখতে চান আপনি পরিস্থিতি কে সামলাতে সমর্থ্য কিনা । সে ক্ষেত্রে আপনি অস্থির হয়ে গেলে কিংবা ভীত হয়ে গেলে নাম্বার কমে যায় ।
  • সুন্দর , সাবলীল ও রুচিশীল পোষাক পরিধান করা জরুরী মৌখিক পরীক্ষা চলা কালে । কারন, পোষাক পরীক্ষার্থীর রুচি বোধ প্রকাশ করে .
  • অতিরন্জিত প্রসাধনীর ব্যবহার অনেক সময় বিরুপ প্রতিক্রিয়া ঘটায় পরীক্ষকদের মনে । সে জন্য মেয়েদের ক্ষেত্রে খুবই হাল্কা মেক আপ নেয়া উচিত ।
  • কাপড় , জুতা , চশমা , ঘড়ি এসব মার্জিত রং কিংবা ডিজাইনের হতে হবে । সিনেমা বা নাটকের শুটিং করার স্থান মৌখিক পরীক্ষা নয় এটি মনে রাখতে হবে ।
•••••••••••••••••••••••••

অনেকেই মৌখিক পরীক্ষার কক্ষে প্রবেশ করার সময় courtesy & manners মেনে চলেন না । কি করে সালাম দিতে হয় , permission নিয়ে চেয়ারে বসতে হয় তা জানেন না । বিনা অনুমতিতে আসন গ্রহণ মোটেও উচিত নয় ।

   • পরীক্ষক আপনার নাম ও পরিচয় জানেন । তারপরও তা আপনার মুখ থেকে শুনতে চান । তার কারন, তিনি বুঝতে চান আপনি কত সুন্দর করে আপনাকে উপস্থাপন করতে শিখেছেন ।
   • চারজন প্রশ্ন কর্তা থাকলে আপনার উচিত হবে সবাইকে সমান গুরুত্ব দিয়ে কথা বলা । যিনি প্রশ্ন করবেন তাঁর চোখে দৃষ্টি দিয়ে উত্তর দিতে হবে । এক সাথে দু’জন প্রশ্ন করলে দু’জনের দিকে দ্রুত তাকাতে হবে এবং smartly দুজনের প্রশ্নের জবাব সংক্ষিপ্ত আকারে দিতে হবে ।
  • অনেক সময় এমন সব প্রশ্নের মুখোমুখি আপনি হতে পারেন যা আপনাকে বিরক্ত বা রাগান্বিত করতে পারে । তখন আপনাকে ঠান্ডা মাথায় ধৈর্য্য ধরে হাল্কা হাসিমূখে সব সামলাতে হবে ।মনে করতে হবে আপনি ৩০ মিনিট জেলে বাস করছেন । তারপর মহামুক্তি এবং সফল নায়ক । সুতরাং হিসাব করে কথা বলুন এবং আপনি যে একজন অসাধারন ভদ্র ও মেধাবী মানুষ তা আপনার আচরনে প্রকাশ করুন । তবে কখনও এমন আচরন করবেন না বা ভাব দেখাবেন না যে , আপনি সব জান্তা পন্ডিত। বরং পরীক্ষকবৃন্দ কে বেশী জানার ক্রেডিট দিবেন আপনার সুব্যবহারের মাধ্যমে । তবে নম নম করার কোন প্রয়োজন নেই । তাতে আপনার ব্যক্তিত্ব সংকট দেখা দিবে ।
  •কোন প্রশ্নের সঠিক উত্তর জানা না থাকলে নার্ভাস হবেন না । মনে রাখবেন আমরা সবাই সব কিছু জানি না । জানা সম্ভব ও নয় ।আপনার পরীক্ষকগণও অনেক কিছু জানেন না যা হয়ত আপনি জানেন । না পারলে বানিয়ে বানিয়ে অনেকে ভুল উত্তর দিতে চেষ্টা করেন । তা করা মোটেও উচিত নয় । বরং বিনয়ের সাথে বলুন “ স্যার , আমি দু:খিত কারন, এ বিষয়টি আমি এখনও জানতে পারিনি । আমি অবশ্যই তা জেনে নিব ।”
  • অনেক সময় কেউ একটি প্রশ্নের উত্তর দিতে না পারলে তিনি এমন করে বলেন “স্যার আমি এ বিষয়ে খুব বেশী জানি না তবে যতটুকু অনুমান করি তা কি বলতে পারি ? “।  ...... তখন প্রশ্নকর্তা অনেক সময় আপনার কথা শোনার আগ্রহ প্রকাশ করেন । যদি তা ঘটে তাহলে আপনার ভাল জানা কোন বিষয় সুন্দর করে উপস্থাপন করুন ।
  • প্রশ্নের উত্তর সংক্ষিপ্ত  এবং to the point হতে হবে । অতিকথন অনেক পরীক্ষক পছন্দ করেন না । উত্তর দেবার সময় তোষামোদ করা একদম অনুচিত । কথা বলতে হবে সুন্দর করে ।Negative mentality যেন কোন ক্রমে প্রকাশ না পায় ।
  • বিসিএস viva এর সময় আপনাকে বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী ভাল করে জানতে হবে । দেশপ্রেম থাকতে হবে আপনার অন্তরে । confident থাকতে হবে কারন ,আপনি জীবনে অনেক কষ্ট করে অনেক কিছু শিখেছেন । আপনাকে কেউ হারিয়ে দিতে পারবে না ।
=============

মৌখিক পরীক্ষায় সফল হবার উপায়


সরকারী - বেসরকারী চাকুরী কিংবা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় মৌখিক পরীক্ষা নিয়ে অনেকেই ভীষণ টেনশন করে থাকে । করাটাই স্বাভাবিক । আবার  অনেকেই তা নিয়ে চিন্তিত থাকে না । কারন, তাঁরা জানেন কি করে তাতে সফল হতে হয় । তবে অনেক সময় পরীক্ষার্থীগণ অনেক কিছু জেনেও ভয়ে সঠিক উত্তর দিতে ব্যর্থ হয় । তা কারো কাম্য নয় । এ বিষয়ে শিক্ষার্থীদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই ।

   • মৌখিক পরীক্ষা হল এমন একটি পর্যবেক্ষণ যার মাধ্যমে পরীক্ষা গ্রহনকারীগন একজন পরীক্ষার্থীর শুধু জ্ঞানের পরিধি জানতে চান তা কিন্তু নয় । বরং তাঁরা এটি নিশ্চিত হতে চান যে আপনি মানসিক ভাবে সুস্থ্য ও ভারসাম্য সম্পন্ন ব্যক্তি ।


  • পরীক্ষক জানতে চান আপনি কতটুকু উপস্থিত বুদ্ধি সম্পন্ন এবং কোন বিরুপ পরিস্থিতিতে আপনার সিদ্ধান্ত গ্রহনের সক্ষমতা কতটুকু । কারন, Managerial capacity একটি গুরুত্বপূর্ণ দক্ষতা একজন মানুষের । নেতৃত্ব তার চেয়েও বেশী গুরুত্বপূর্ণ ।
  • পরীক্ষার্থীর attitude, courtesy & manners , personality, এমন কি কথা বলার ভংগি , শুদ্ধ উচ্চারণ এসবও খেয়াল করেন পরীক্ষকবৃন্দ ।
  • অনেক সময় কয়েকজন প্রশ্নকর্তা এক সাথে প্রশ্ন করতে থাকেন । তার কারন হলো , তাঁরা দেখতে চান আপনি পরিস্থিতি কে সামলাতে সমর্থ্য কিনা । সে ক্ষেত্রে আপনি অস্থির হয়ে গেলে কিংবা ভীত হয়ে গেলে নাম্বার কমে যায় ।


  • সুন্দর , সাবলীল ও রুচিশীল পোষাক পরিধান করা জরুরী মৌখিক পরীক্ষা চলা কালে । কারন, পোষাক পরীক্ষার্থীর রুচি বোধ প্রকাশ করে .
  • অতিরন্জিত প্রসাধনীর ব্যবহার অনেক সময় বিরুপ প্রতিক্রিয়া ঘটায় পরীক্ষকদের মনে । সে জন্য মেয়েদের ক্ষেত্রে খুবই হাল্কা মেক আপ নেয়া উচিত ।
  • কাপড় , জুতা , চশমা , ঘড়ি এসব মার্জিত রং কিংবা ডিজাইনের হতে হবে । সিনেমা বা নাটকের শুটিং করার স্থান মৌখিক পরীক্ষা নয় এটি মনে রাখতে হবে ।
•••••••••••••••••••••••••

অনেকেই মৌখিক পরীক্ষার কক্ষে প্রবেশ করার সময় courtesy & manners মেনে চলেন না । কি করে সালাম দিতে হয় , permission নিয়ে চেয়ারে বসতে হয় তা জানেন না । বিনা অনুমতিতে আসন গ্রহণ মোটেও উচিত নয় ।

   • পরীক্ষক আপনার নাম ও পরিচয় জানেন । তারপরও তা আপনার মুখ থেকে শুনতে চান । তার কারন, তিনি বুঝতে চান আপনি কত সুন্দর করে আপনাকে উপস্থাপন করতে শিখেছেন ।
   • চারজন প্রশ্ন কর্তা থাকলে আপনার উচিত হবে সবাইকে সমান গুরুত্ব দিয়ে কথা বলা । যিনি প্রশ্ন করবেন তাঁর চোখে দৃষ্টি দিয়ে উত্তর দিতে হবে । এক সাথে দু’জন প্রশ্ন করলে দু’জনের দিকে দ্রুত তাকাতে হবে এবং smartly দুজনের প্রশ্নের জবাব সংক্ষিপ্ত আকারে দিতে হবে ।
  • অনেক সময় এমন সব প্রশ্নের মুখোমুখি আপনি হতে পারেন যা আপনাকে বিরক্ত বা রাগান্বিত করতে পারে । তখন আপনাকে ঠান্ডা মাথায় ধৈর্য্য ধরে হাল্কা হাসিমূখে সব সামলাতে হবে ।মনে করতে হবে আপনি ৩০ মিনিট জেলে বাস করছেন । তারপর মহামুক্তি এবং সফল নায়ক । সুতরাং হিসাব করে কথা বলুন এবং আপনি যে একজন অসাধারন ভদ্র ও মেধাবী মানুষ তা আপনার আচরনে প্রকাশ করুন । তবে কখনও এমন আচরন করবেন না বা ভাব দেখাবেন না যে , আপনি সব জান্তা পন্ডিত। বরং পরীক্ষকবৃন্দ কে বেশী জানার ক্রেডিট দিবেন আপনার সুব্যবহারের মাধ্যমে । তবে নম নম করার কোন প্রয়োজন নেই । তাতে আপনার ব্যক্তিত্ব সংকট দেখা দিবে ।
  •কোন প্রশ্নের সঠিক উত্তর জানা না থাকলে নার্ভাস হবেন না । মনে রাখবেন আমরা সবাই সব কিছু জানি না । জানা সম্ভব ও নয় ।আপনার পরীক্ষকগণও অনেক কিছু জানেন না যা হয়ত আপনি জানেন । না পারলে বানিয়ে বানিয়ে অনেকে ভুল উত্তর দিতে চেষ্টা করেন । তা করা মোটেও উচিত নয় । বরং বিনয়ের সাথে বলুন “ স্যার , আমি দু:খিত কারন, এ বিষয়টি আমি এখনও জানতে পারিনি । আমি অবশ্যই তা জেনে নিব ।”
  • অনেক সময় কেউ একটি প্রশ্নের উত্তর দিতে না পারলে তিনি এমন করে বলেন “স্যার আমি এ বিষয়ে খুব বেশী জানি না তবে যতটুকু অনুমান করি তা কি বলতে পারি ? “।  ...... তখন প্রশ্নকর্তা অনেক সময় আপনার কথা শোনার আগ্রহ প্রকাশ করেন । যদি তা ঘটে তাহলে আপনার ভাল জানা কোন বিষয় সুন্দর করে উপস্থাপন করুন ।
  • প্রশ্নের উত্তর সংক্ষিপ্ত  এবং to the point হতে হবে । অতিকথন অনেক পরীক্ষক পছন্দ করেন না । উত্তর দেবার সময় তোষামোদ করা একদম অনুচিত । কথা বলতে হবে সুন্দর করে ।Negative mentality যেন কোন ক্রমে প্রকাশ না পায় ।
  • বিসিএস viva এর সময় আপনাকে বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী ভাল করে জানতে হবে । দেশপ্রেম থাকতে হবে আপনার অন্তরে । confident থাকতে হবে কারন ,আপনি জীবনে অনেক কষ্ট করে অনেক কিছু শিখেছেন । আপনাকে কেউ হারিয়ে দিতে পারবে না ।
=============

পরিশেষে বলব আমি আমার জীবনে চাকুরীর জন্য ৫ বার মৌখিক পরীক্ষায় অংশ নিয়ে ৫ বারই চাকুরী পেয়েছি । ৪ টি চাকুরীতে যোগদান করেছিলাম । একটিতে যোগদান করিনি । তা ছিল ঢাকার তেজগাঁও কলেজে শিক্ষকতা । সেজন্য এখন আমি শিক্ষার্থীদের সাথে অনেক বেশী সময় কাটাই । ইচ্ছা করে এ দেশের লক্ষ লক্ষ ছাত্র-ছাত্রীদের অনেক কিছু জানিয়ে দিতে।
মৌখিক পরীক্ষায় সফল হবার উপায়:
=====================

     সরকারী - বেসরকারী চাকুরী কিংবা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় মৌখিক পরীক্ষা নিয়ে অনেকেই ভীষণ টেনশন করে থাকে । করাটাই স্বাভাবিক । আবার  অনেকেই তা নিয়ে চিন্তিত থাকে না । কারন, তাঁরা জানেন কি করে তাতে সফল হতে হয় । তবে অনেক সময় পরীক্ষার্থীগণ অনেক কিছু জেনেও ভয়ে সঠিক উত্তর দিতে ব্যর্থ হয় । তা কারো কাম্য নয় । এ বিষয়ে শিক্ষার্থীদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই ।

   • মৌখিক পরীক্ষা হল এমন একটি পর্যবেক্ষণ যার মাধ্যমে পরীক্ষা গ্রহনকারীগন একজন পরীক্ষার্থীর শুধু জ্ঞানের পরিধি জানতে চান তা কিন্তু নয় । বরং তাঁরা এটি নিশ্চিত হতে চান যে আপনি মানসিক ভাবে সুস্থ্য ও ভারসাম্য সম্পন্ন ব্যক্তি ।
  • পরীক্ষক জানতে চান আপনি কতটুকু উপস্থিত বুদ্ধি সম্পন্ন এবং কোন বিরুপ পরিস্থিতিতে আপনার সিদ্ধান্ত গ্রহনের সক্ষমতা কতটুকু । কারন, Managerial capacity একটি গুরুত্বপূর্ণ দক্ষতা একজন মানুষের । নেতৃত্ব তার চেয়েও বেশী গুরুত্বপূর্ণ ।
  • পরীক্ষার্থীর attitude, courtesy & manners , personality, এমন কি কথা বলার ভংগি , শুদ্ধ উচ্চারণ এসবও খেয়াল করেন পরীক্ষকবৃন্দ ।
  • অনেক সময় কয়েকজন প্রশ্নকর্তা এক সাথে প্রশ্ন করতে থাকেন । তার কারন হলো , তাঁরা দেখতে চান আপনি পরিস্থিতি কে সামলাতে সমর্থ্য কিনা । সে ক্ষেত্রে আপনি অস্থির হয়ে গেলে কিংবা ভীত হয়ে গেলে নাম্বার কমে যায় ।
  • সুন্দর , সাবলীল ও রুচিশীল পোষাক পরিধান করা জরুরী মৌখিক পরীক্ষা চলা কালে । কারন, পোষাক পরীক্ষার্থীর রুচি বোধ প্রকাশ করে .
  • অতিরন্জিত প্রসাধনীর ব্যবহার অনেক সময় বিরুপ প্রতিক্রিয়া ঘটায় পরীক্ষকদের মনে । সে জন্য মেয়েদের ক্ষেত্রে খুবই হাল্কা মেক আপ নেয়া উচিত ।
  • কাপড় , জুতা , চশমা , ঘড়ি এসব মার্জিত রং কিংবা ডিজাইনের হতে হবে । সিনেমা বা নাটকের শুটিং করার স্থান মৌখিক পরীক্ষা নয় এটি মনে রাখতে হবে ।
•••••••••••••••••••••••••

অনেকেই মৌখিক পরীক্ষার কক্ষে প্রবেশ করার সময় courtesy & manners মেনে চলেন না । কি করে সালাম দিতে হয় , permission নিয়ে চেয়ারে বসতে হয় তা জানেন না । বিনা অনুমতিতে আসন গ্রহণ মোটেও উচিত নয় ।

   • পরীক্ষক আপনার নাম ও পরিচয় জানেন । তারপরও তা আপনার মুখ থেকে শুনতে চান । তার কারন, তিনি বুঝতে চান আপনি কত সুন্দর করে আপনাকে উপস্থাপন করতে শিখেছেন ।
   • চারজন প্রশ্ন কর্তা থাকলে আপনার উচিত হবে সবাইকে সমান গুরুত্ব দিয়ে কথা বলা । যিনি প্রশ্ন করবেন তাঁর চোখে দৃষ্টি দিয়ে উত্তর দিতে হবে । এক সাথে দু’জন প্রশ্ন করলে দু’জনের দিকে দ্রুত তাকাতে হবে এবং smartly দুজনের প্রশ্নের জবাব সংক্ষিপ্ত আকারে দিতে হবে ।
  • অনেক সময় এমন সব প্রশ্নের মুখোমুখি আপনি হতে পারেন যা আপনাকে বিরক্ত বা রাগান্বিত করতে পারে । তখন আপনাকে ঠান্ডা মাথায় ধৈর্য্য ধরে হাল্কা হাসিমূখে সব সামলাতে হবে ।মনে করতে হবে আপনি ৩০ মিনিট জেলে বাস করছেন । তারপর মহামুক্তি এবং সফল নায়ক । সুতরাং হিসাব করে কথা বলুন এবং আপনি যে একজন অসাধারন ভদ্র ও মেধাবী মানুষ তা আপনার আচরনে প্রকাশ করুন । তবে কখনও এমন আচরন করবেন না বা ভাব দেখাবেন না যে , আপনি সব জান্তা পন্ডিত। বরং পরীক্ষকবৃন্দ কে বেশী জানার ক্রেডিট দিবেন আপনার সুব্যবহারের মাধ্যমে । তবে নম নম করার কোন প্রয়োজন নেই । তাতে আপনার ব্যক্তিত্ব সংকট দেখা দিবে ।
  •কোন প্রশ্নের সঠিক উত্তর জানা না থাকলে নার্ভাস হবেন না । মনে রাখবেন আমরা সবাই সব কিছু জানি না । জানা সম্ভব ও নয় ।আপনার পরীক্ষকগণও অনেক কিছু জানেন না যা হয়ত আপনি জানেন । না পারলে বানিয়ে বানিয়ে অনেকে ভুল উত্তর দিতে চেষ্টা করেন । তা করা মোটেও উচিত নয় । বরং বিনয়ের সাথে বলুন “ স্যার , আমি দু:খিত কারন, এ বিষয়টি আমি এখনও জানতে পারিনি । আমি অবশ্যই তা জেনে নিব ।”
  • অনেক সময় কেউ একটি প্রশ্নের উত্তর দিতে না পারলে তিনি এমন করে বলেন “স্যার আমি এ বিষয়ে খুব বেশী জানি না তবে যতটুকু অনুমান করি তা কি বলতে পারি ? “।  ...... তখন প্রশ্নকর্তা অনেক সময় আপনার কথা শোনার আগ্রহ প্রকাশ করেন । যদি তা ঘটে তাহলে আপনার ভাল জানা কোন বিষয় সুন্দর করে উপস্থাপন করুন ।
  • প্রশ্নের উত্তর সংক্ষিপ্ত  এবং to the point হতে হবে । অতিকথন অনেক পরীক্ষক পছন্দ করেন না । উত্তর দেবার সময় তোষামোদ করা একদম অনুচিত । কথা বলতে হবে সুন্দর করে ।Negative mentality যেন কোন ক্রমে প্রকাশ না পায় ।
  • বিসিএস viva এর সময় আপনাকে বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী ভাল করে জানতে হবে । দেশপ্রেম থাকতে হবে আপনার অন্তরে । confident থাকতে হবে কারন ,আপনি জীবনে অনেক কষ্ট করে অনেক কিছু শিখেছেন । আপনাকে কেউ হারিয়ে দিতে পারবে না ।
=============