বরাবর, মাননীয় মন্ত্রী,মাননীয় প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক মাননীয় উপদেষ্টা, মাননীয় প্রতিমন্ত্রী
বরাবর,
মাননীয় মন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক মাননীয় উপদেষ্টা, মাননীয় প্রতিমন্ত্রী
বিষয়ঃ Facebook চিরস্থায়ী ভাবে বন্ধ কিংবা দৈনিক ২৪ ঘন্টার মধ্যে মাত্র ১ থেকে ২ ঘন্টা ব্যবহারে বাধ্যবাধতকা করা।
জনাব,
যথাবিহীত
সম্মান পূর্বক বিনীত নিবেদন এই যে, ফেইসবুক বাংলাদেশের জন্য সুফলতা না
যতটুকু বয়ে এনেছে তার চেয়ে বেশি কুফল বয়ে এনেছে। আপনিও অবগত আছেন যে
ফেইসবুক যে হারে বাংলাদেশের ঘরে ঘরে পৌছেচে তাতে প্রতিটা ঘরের মানুষ আজ
মেধাশূন্যতায় ভুগছে। আপনি আরো অবগত আছেন যে বিশ্বের দ্বিতীয় স্থানে ফেইসবুক
ব্যবহারকারী দেশ বাংলাদেশ। আপনি আরো অবগত আছেন যে ফেইসবুক এর কারণে ঘরে
ঘরে অশান্তি। ফেইসবুকের কারণে পরকীয়া, ধর্ষণ, সংসার বিচ্ছেদ, আত্যহত্মা
ইত্যাদি দিন দিন বেড়েই চলেছে। আপনি আরো অবগত আছেন যে, ছাত্রছাত্রীরা
ফেইসবুকে বেশি সময় দেয় বিধায় নৈতিকতা, বইয়ের শিক্ষা, ধর্মীয় শিক্ষা,
মানবতার শিক্ষা নাই বললেই চলে। ফেইসবুকের কারণে বর্তমানে মায়ের প্রতি
সন্তানদের, সন্তানদের প্রতি মায়ের ভালোবাসাও কুমছে। ফেইসবুকের কারণে
রাজনৈতিক ভাবে মানুষ মানুষের মধ্যে হানাহানি, সরকার-বিরোধী দলের মধ্যে
অতিরিক্ত ভুল বুঝাবুঝি লেগেই আছে। ফেইসবুকের কারণে মানুষে মানুষে আজ
শ্রদ্ধাবোধ টুকু নাই। তাই ফেইসবুক চিরস্থায়ী ভাবে বাংলাদেশ থেকে বন্ধ অথবা
প্রতিদিন (২৪ ঘন্টা) এর মধ্যে ১ঘন্টা ১ঘন্টা করে সর্বমোট মাত্র ২ ঘন্টা
Facebook ব্যবহারের নির্দিষ্ট সময় সীমা করা উচিৎ!! নির্দিষ্ট সময় Facebook
website সরকারী ভাবে বন্ধ ও চালু করার আইন এবং কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা
যেতে পারে!!! আমি গ্যারান্টি দিচ্ছি বাংলাদেশে মেধাবী সৃষ্টি হবেই। আমি
গ্যারান্টি দিচ্ছি বাংলাদেশ স্বনির্ভর বাংলাদেশ হিসেবে অতিসত্তর বিশ্বে
পরিচয় পাবে। আমি গ্যারান্টি দিচ্ছি বাংলাদেশের মানুস তখন আর অলস থাকবে না।
আমি গ্যারান্টি দিচ্ছি পরকীয়া কমবে। আমি গ্যারান্টি দিচ্ছি বাংলাদেশে
রাজনৈতিক প্রতিহিংসা কমবে। আমি গ্যারান্টি দিচ্ছি বাংলাদশে বেকরাত্ব
সমস্যার সমাধান হবে।
অতবএব, জনাবের নিকট আকুল আবেদন আপনারা প্রকৃতি দেশ প্রেমিক। তাই আমার কথাগুলো পর্যালোচনা করে অবশ্যই যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন।
বিনীত নিবেদক,
(মাহাথীর মোহাম্মাদ)
প্রকৃত দেশপ্রেমিক।