Breaking News

১৬ আগস্টের মধ্যে পোশাকশ্রমিকদের বোনাস দেয়ার নির্দেশ

৩১ বছর কেটে গেলো কথা রাখেনি--

৩১ বছর কেটে গেলো আর্জেন্টিনা কথা রাখেনি---
ছেলেবেলায় ম্যারাডোনা কাকু বল দোলাতে দোলাতে আমায় বলেছিলো-
শুক্লা-দ্বাদশীর দিনে ফাইনাল খেলাটা দেখো,
এবারের কাপটা আমরাই পাবো।
এরপর কত চন্দ্রভূক অমাবস্যা এসে চলে গেল...
আর্জেন্টিনা কাপ আর পেলো না!
মামা বাড়ির ড্রাইভার কাদের আলী বলেছিল-
বড় হও দাদা ঠাকুর, ৪ বছর পরের ওয়ার্ল্ডকাপে তোমায় জয়ধ্বনী দেখাতে নিয়ে যাবো।।
কাদের আলী!! আমি আর কতো বড় হব???
আমার বড় হতে হতে যেদিন সপ্ত আসমান ছুঁয়ে যাবে সেদিন আমাকে আর্জেন্টিনার জয় দেখাবে?
জয় দূরে থাক, একটি বার ফাইনালে গোল দিতেও দেখিনি কখনও!
ওয়ার্ল্ড কাপ জিতে দেখিয়ে দেখিয়ে বিজয় মিছিল করেছে লস্কর বাড়ির ব্রাজিল সমর্থক ছেলেরা।
দরজায় দাঁড়িয়ে দাড়িয়ে দেখেছি ওদের বিজয় উৎসব।..
ফরসা ফরসা কংকন পরা ব্রাজিল সমর্থক রমণীরা কতো রকম আমোদে হেসেছে!!!
আমাদের দিকে তাঁরা ফিরেও তাকায়নি।
বাবা আমার ঘাড়ে হাত রেখে বলেছিল দেখিস একদিন আমরাও... !!!!
বাবা অপেক্ষার শেষে আজ
বৃদ্ধ, আমাদের দেখা হয়নি কিছুই।

বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুনা বলেছিল,
যেদিন আর্জেন্টিনা সত্যি সত্যি ওয়ার্ল্ড কাপ জিতবে
সেদিন সত্যি এ শরীর স্পর্শ করতে দেবো তোমায়।
ভালোবাসার জন্য ডেকোরেটর দোকান থেকে চুরি
করেছিলাম শামিয়ানা আর আকাশী পলিথিন,
জীবন হাতে নিয়ে উঠেছিলাম গাছের মগডালে,
উড়িয়েছি পতাকা...
কিন্তু হায়.. সেবার প্রথম রাউন্ড
ও পার হতে পারলো না আর্জেন্টিনা।
৩১ টি বছর কেটে গেলো কথা রাখেনি আর্জেন্টিনা
ওরা কথা রাখেনি...😪


::::----:::ফেসবুক থেকে সংগৃহীত::::----

No comments

৩১ বছর কেটে গেলো কথা রাখেনি--

৩১ বছর কেটে গেলো আর্জেন্টিনা কথা রাখেনি---
ছেলেবেলায় ম্যারাডোনা কাকু বল দোলাতে দোলাতে আমায় বলেছিলো-
শুক্লা-দ্বাদশীর দিনে ফাইনাল খেলাটা দেখো,
এবারের কাপটা আমরাই পাবো।
এরপর কত চন্দ্রভূক অমাবস্যা এসে চলে গেল...
আর্জেন্টিনা কাপ আর পেলো না!
মামা বাড়ির ড্রাইভার কাদের আলী বলেছিল-
বড় হও দাদা ঠাকুর, ৪ বছর পরের ওয়ার্ল্ডকাপে তোমায় জয়ধ্বনী দেখাতে নিয়ে যাবো।।
কাদের আলী!! আমি আর কতো বড় হব???
আমার বড় হতে হতে যেদিন সপ্ত আসমান ছুঁয়ে যাবে সেদিন আমাকে আর্জেন্টিনার জয় দেখাবে?
জয় দূরে থাক, একটি বার ফাইনালে গোল দিতেও দেখিনি কখনও!
ওয়ার্ল্ড কাপ জিতে দেখিয়ে দেখিয়ে বিজয় মিছিল করেছে লস্কর বাড়ির ব্রাজিল সমর্থক ছেলেরা।
দরজায় দাঁড়িয়ে দাড়িয়ে দেখেছি ওদের বিজয় উৎসব।..
ফরসা ফরসা কংকন পরা ব্রাজিল সমর্থক রমণীরা কতো রকম আমোদে হেসেছে!!!
আমাদের দিকে তাঁরা ফিরেও তাকায়নি।
বাবা আমার ঘাড়ে হাত রেখে বলেছিল দেখিস একদিন আমরাও... !!!!
বাবা অপেক্ষার শেষে আজ
বৃদ্ধ, আমাদের দেখা হয়নি কিছুই।

বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুনা বলেছিল,
যেদিন আর্জেন্টিনা সত্যি সত্যি ওয়ার্ল্ড কাপ জিতবে
সেদিন সত্যি এ শরীর স্পর্শ করতে দেবো তোমায়।
ভালোবাসার জন্য ডেকোরেটর দোকান থেকে চুরি
করেছিলাম শামিয়ানা আর আকাশী পলিথিন,
জীবন হাতে নিয়ে উঠেছিলাম গাছের মগডালে,
উড়িয়েছি পতাকা...
কিন্তু হায়.. সেবার প্রথম রাউন্ড
ও পার হতে পারলো না আর্জেন্টিনা।
৩১ টি বছর কেটে গেলো কথা রাখেনি আর্জেন্টিনা
ওরা কথা রাখেনি...😪


::::----:::ফেসবুক থেকে সংগৃহীত::::----

No comments